ভেতর কান্দে সখি আমার, তোমার লাগি দেখলা না





ভেতর কান্দে সখি আমার,

তোমার লাগি দেখলা না

আর কতকাল রাখবা

তোমার মন বিবাগী বুঝলাম না

তোমার মনের মণিকোঠায়

দাওনা আমায় একটু ঠাই

মন আর মানে না



ভেতর কান্দে সখি আমার,

তোমার লাগি দেখলা না

আর কতকাল রাখবা

তোমার মন বিবাগী বুঝলাম না

মনের মন্দিরে তোমার পূজা

দিবানিশি প্রেম তোমাকে খোঁজা

দিবানিশি প্রেম তোমাকে খোঁজা

তোমাকে ডাকা যতনে রাখা

তুমি ছাড়া পাগলপারা

মন উদাসী তুমি জাননা

ভেতর কান্দে সখি আমার,

তোমার লাগি দেখলা না

আর কতকাল রাখবা

তোমার মন বিবাগী বুঝলাম না

চোখের আরশিতে তোমারই যে বাস

তোমারই সে প্রেম মনে করি চাষ

তোমারই সে প্রেম মনে করি চাষ

সজনী হয়ে যাও যে ছুঁয়ে

তুমি তুমি তোমাকে চাই

তুমিহীনা বাঁচিনা

তুমি তুমি তোমাকে চাই

তুমিহীনা বাঁচিনা

ভেতর কান্দে সখি আমার,

তোমার লাগি দেখলা না

আর কতকাল রাখবা

তোমার মন বিবাগী বুঝলাম না

তোমার মনের মণিকোঠায়

দাওনা আমায় একটু ঠাই

মন আর মানে না……








  • শিরোনামঃ ভেতর কান্দে


  • কন্ঠঃ এফ এ সুমন


  • কথাঃ সোহাগ ওয়াজিউল্লাহ


  • সুরঃ এফ এ সুমন


  • সঙ্গীতায়োজনঃ এফ এ সুমন


  • অ্যালবামঃ সখিরে



পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »