দোলনা একা একা দুলতে পারে না






দোলনা একা একা দুলতে পারে না

তাকে দোলাতে হয়

তুমি দোলা দাও আর আমি দুলে যাই

দোলনায় দোলনায় দোলনায়


চাঁদের নিজের কোন আলো নেই জানো

সূর্য আড়াল থেকে আলো দিয়ে যায়

তুমি দোলা দাও আর আমি দোল খাই

দোলনায় দোলনায় দোলনায়


দোল খেতে খেতে চোখে এসে দেবে ঘুম

ঘুমের ভেতরে কি যে হবে ভাবি

যাই হয় হোক তুমি দিও তাতে সায়

তুমি দোলা দাও আর আমি দোল খাই

দোলনায় দোলনায় দোলনায়


হাওয়া দোলা দেয়

তুমি আমি দোল খাই

দোলনায় দোলনায় দোলনায়


শিল্পীঃ আরেফিন রুমি ও ন্যান্সি

কথাঃ মারজুক রাসেল

সুরঃ আরেফিন রুমি

নাটকঃ চাঁদের নিজের কোন আলো নেই

পরিচালনাঃ মুহাম্মদ মোস্তফা কামাল রাজ

পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »