হও যদি তুমি নীল আকাশ






হও যদি তুমি নীল আকাশ , আমি মেঘ হব আকাশে

হও যদি অথৈ সাগর , আমি ঢেউ হব সাগরে

হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়

তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়

বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে



তুমি হলে ওই অরণ্য আমি হব সবুজ

ও তোমারি প্রেম মন দুরুন্ত তোমার কাছেই অবুজ



হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়

তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়

বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে

বলতে পারি আমি নিরভয়ে , তুমি আছ হৃদয়ে



আমারি দেহে প্রাণ গো তুমি, তুমি আমার নিশ্বাস

ও তোমাকে ছাড়া নিস্প্রান আমি এইত আমার বিশ্সাস



হও যদি ওই হিমালয়, তোমাকে করব আমি জয়

তোমাকে চাই তোমাকে তুমি যে আর কারো নয়

বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে

বলতে পারি আমি নিরভয়ে, তুমি আছ হৃদয়ে

পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »