পাপড়ি কেন বোঝে না~ আজম খান








সারারাত জেগে জেগে কত কথা আমি ভাবি

পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।



তুমি আমি কেন দূরে দূরে

খুজে বেড়ায় ঘুরে ঘুরে

মন কি যে চাই

কাঁদে শুধু বেদনায়

পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।



এই মায়াভরা পৃথিবী ছেড়ে

চলে যাব চিরতরে

সবাই চলে যাই

কতটুকুই বা পায় 

পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।


 

পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »