সারারাত জেগে জেগে কত কথা আমি ভাবি
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।
তুমি আমি কেন দূরে দূরে
খুজে বেড়ায় ঘুরে ঘুরে
মন কি যে চাই
কাঁদে শুধু বেদনায়
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।
এই মায়াভরা পৃথিবী ছেড়ে
চলে যাব চিরতরে
সবাই চলে যাই
কতটুকুই বা পায়
পাপড়ি কেন বোঝে না, তাই ঘুম আসে না।।
ConversionConversion EmoticonEmoticon