আমার যমুনার জল দেখতে কালো

















আমার যমুনার জল দেখতে কালো

চান করিতে লাগে ভালো

যৌবন মিশিয়া গেল জলে।




গডা পানিতে নাইম্যা কন্যা গডা মাঞ্জন করে,

আডু পানিতে নাইম্যা কন্যা আডু মাঞ্জন করে।।


উরাৎ পানিতে নাইম্যা কন্যা উরাৎ মাঞ্জন করে

কোমর পানিতে নাইম্যা কন্যা কোমর মাঞ্জন করে।।


পেড পানিতে নাইম্যা কন্যা পেড মাঞ্জন করে,

বুক পানিতে নাইম্যা কন্যা বুক মাঞ্জন করে।।


গলা পানিত নাইম্যা কন্যা গলা মাজন করে

মাথা পানিত নাইম্যা কন্যা ডুব দিয়া ডুব খেলে।


গোসল বড় কইরা সখি মুখে দিছে পান,

ঘর থাইকা বাইর হইছে পূর্ণিমারই চান।।


  • শিল্পীঃ ফজলুল রহমান বাবু

  • অ্যালবামঃ ঘেটু পুত্র কমলা

  • সুরকারঃ

  • গীতিকারঃ





পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »