খোকা ফিরবে ঘরে ফিরবে
কবে ফিরবে নাকি ফিরবে না…..
দৃষ্টি থেকে তার বৃষ্টি গেছে কবে শুকিয়ে
সে তো অশ্রু মুছে আর গোপনে আচলে মুখ লুকিয়ে।
শুধু শূন্যে চেয়ে থাকে যেন আকাশের সীমা ছাড়িয়ে
খোকা ফিরবে ঘরে ফিরবে
কবে ফিরবে নাকি ফিরবে না…..
দশ্যি ছেলে সে যুদ্ধে গেল ফিরলো না আর
আজো শূন্য হৃদয়ে তার গুমরে গুমরে যায় হাহাকার।
সে তো ভাবছে খোকা ফিরবে
লাখ মরণের বাধা মারিয়ে
খোকা আসবে ঘরে আসবে
কবে আসবে নাকি আসবে না…..।।
ConversionConversion EmoticonEmoticon