হাছন রাজায় কয়


হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়

প্রেমেরি বাজারে হাছন রাজা হইয়াছে লয়।
তুমি বিনে হাছন রাজায় কিছু না দেখয়
প্রেম জ্বালায় জ্বইলা মইলাম আর নাহি সয়
যেদিকে ফিরিয়া চাই, বন্ধু দয়াময়
তুমি আমি, আমি তুমি ছাড়িয়াছি ভয় ।।
উন্মাদ হইয়া হাছন, নাচিয়া বেড়ায়
হাছন রাজায় কয়, আমি কিছু নয়রে, আমি কিছু নয়
অন্তরে বাহিরে দেখি, কেবল দয়াময়
  1. শিল্পীঃ সেলিম চৌধুরী
  2. অ্যালবামঃ
  3. সুরকারঃ
  4. গীতিকারঃ দেওয়ান হাছন রাজা
  5. বছরঃ পাওয়া যায় নি
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »