নোঙর তোল তোল সময় যে হোল হোল


নোঙর তোল

তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল
নোঙর তোল তোল সময় যে হোল হোল

নোঙর তোল তোল সময় যে হোল হোল (হেই ইয়ারে হেই ইয়া হো…)
হাওয়ার বুকে নৌকা এবার
জোয়ারে ভাসিয়ে দাও
শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও।।
সম্মুখে এবার দৃষ্টি তোমার পেছনের কথা ভোল
দূর দিগন্তে সূর্য রথে
দৃষ্টি রেখেছে স্থির
সবুজ আশার স্বপ্নেরা আজ
নয়নে করেছে ভিড়।
হৃদয়ে তোমার মুক্তি আলো
আলোর দুয়ার খোলো।
  • শিল্পীঃ সমর দাস
  • সুরকারঃ সমর দাস
  • গীতিকারঃ নইম গহর
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »