এখন অনেক রাত
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…
খোলা আকাশের নিচে
জীবনের অনেক আয়োজন
আমায় ডেকেছে
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…
আবেগী এমন রাতে
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে ।।
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…
ভুল করে এই পথে
এসে যদি ফিরে যাও
আমায় না পেয়ে ।।
তাই আমি বসে আছি
দরজার ওপাশে, দরজার ওপাশে…
চলে যাওয়া সেই পথে
ঝিরি ঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
ঝিরি ঝিরি বাতাসে
আমার এই মন কাঁদে
তোমায় না পেয়ে
ConversionConversion EmoticonEmoticon