জ্বলে উঠো বাংলাদেশ


জ্বলে উঠো বাংলাদেশ
গর্জে উঠো বাংলাদেশ
স্বপ্ন নিয়ে বিশ্ব জয়ের তুমি
যাও তুমি এগিয়ে যাও
জ্বলে উঠো বাংলাদেশ
গর্জে উঠো বাংলাদেশ

কোটি প্রাণের আশা পূরণ করে দাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে যাও ।।
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে উড়িয়ে যাও ।।
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও
তোমার জন্য রইল সবার
অনেক শুভ কামনা
চোখের কোনে দিচ্ছে উকি
বিজয়ের সম্ভাবনা
লক্ষ টাকে ছো’বে এবার এই শপথ নাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে যাও ।।
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে উড়িয়ে যাও ।।
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও
সূর্যের হাসি যাক ছড়িয়ে সবার মুখে মুখে
বাঁধন হারা মনটা নাচুক আকাশ ছোয়ার সুখে
বিজয় এবার হবেই তোমার যাও আরো এগিয়ে যাও
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে ছড়িয়ে যাও ।।
লাল সবুজের বিজয় নিশান
হাতে হাতে উড়িয়ে যাও ।।
ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও ও
  • শিল্পীঃ আরফিন রুমি, কাজী শুভ, শহীদ এবং আইয়ুব শাহরিয়ার ।
  • অ্যালবামঃ
  • সুরকারঃ আরেফিন রুমি
  • গীতিকারঃ রবিউল ইসলাম জীবন
  • বছরঃ ২০১১

পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »

1 comments:

Click here for comments
নামহীন
admin
১৫ ডিসেম্বর, ২০২৪ এ ৭:০০ PM ×

অসাধারণ

Congrats bro নামহীন you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar