তুমি পাগল বলো আর নিঠুর বলো


তুমি পাগল বলো আর নিঠুর বলো
সবই তোমার আমি
তুমি নি:স্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামী।।

আমি নাকি ছন্নছাড়া বড় অভিমানী
তোমার অভিযোগে হলাম যে আসামী
কিছু জ্বালা দেবার, ভালবাসা দেবার
একজনই তো আমি।
তুমি নি:স্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামী।।

তোমারই আঘাত পেলে এ হৃদয় বেঁকে চলে
তোমার অধিকারে এ জীবন ভাঙে গড়ে
ভালবাসা আমার এতো গভীর বলেই
তাই তো এমন আমি।
তুমি নি:স্ব হবে কভু থেমে গেলে
আমার এমন পাগলামী।।
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »