যেখানে সীমান্ত তোমার
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।।
সেখানে বসন্ত আমার
ভালোবাসা হৃদয়ে নিয়ে
আমি বারে বার আসি ফিরে
ডাকি তোমায় কাছে।।
হাজার ফুলে ছেয়েছে যে পথ
আমি চিনি চিনি সে ঠিকানা।।
তোমার মনে নিরব আশা
সে ও তো আমার আছে জানা।।
আমিতো চাইনা তোমার এ দ্বিধা।।
ভেঙ্গে দাও কাঁচেরই বাধা।
সীমার বাঁধন ছিঁড়ে তুমি
ধরা দাও আমারই কাছে।।
ঝড়ের দিনে খুলেছে যে পথ
আমি জানি জানি তার বেদনা
নতুন আলোর জোয়ার এলে
আমি চাই তারে দিতে আসা
তুমি কি চাওনা সোনালী দিনে
সোনালী সুখেরই সারা
কাঁটার আঘাত ভুলে তুমি
এসো এই ফুলেরই কাছে ।।
2 comments
Click here for commentsভিডিওসহ শুনুনঃ যেখানে সীমান্ত তোমার – কুমার বিশ্বজিৎ- Wind of Change
Replyভিডিওসহ সব গান শুনতে ভিজিট করুন gaan.live , এই গানটিও সেখানে শুনতে পারবেন।
ReplyConversionConversion EmoticonEmoticon