আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ


আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ
আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ
আমার চোখ গেল ধরেছে সুন্দর।।
আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ
আমাকে নিঃস্ব করে দিয়েছিল চাঁদ

মেয়ে তুমি এভাবে তাকালে কেন ।।
এমন মেয়ে কি করে বানালে ঈশ্বর
বুঝিনা এমন মেয়ে কি করে বানালে ঈশ্বর
আমাকে…
শহরে এসেছে এক নতুন পাগল ।।
ধর তাকে ধরে ফেল এখনই সময়
বলি ধর তাকে ধরে ফেল এখনই সময়
পাগল রাগ করে চলে যাবে খুঁজেও পাবেনা
পাগল কষ্ট চেপে চলে যাবে ফিরেও আসবে না
মেয়ে আমাকে ফেরাও
আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ…
কে আমাকে হাত ধরে নিয়ে এল তোমার উঠানে
আমি যে বসেই আছি খোল দরজা
বলি খোল দরজা
আমি রাগ করে চলে যাব ফিরেও আসব না
আমি কষ্ট চেপে চলে যাব খুঁজেও পাবেনা
মেয়ে আমাকে ফেরাও
আমাকে অন্ধ করে দিয়েছিল চাঁদ…
পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »