উৎপেতে থাকা শেয়াল শকুন
উৎপেতে থাকা হায়না
ধবংসের খেলা খেলে চলে যায় যারা
মানুষের ভালো চায়না
তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
উৎপেতে থাকা হায়না
ধবংসের খেলা খেলে চলে যায় যারা
মানুষের ভালো চায়না
তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল ।।
দোয়েলের গান ফসলের ঘ্রান রূপালী জোছনা রাত
এলোমেলো করে দিতে চায় যদি আশুভ কালো হাত ।।
বায়ান্ন আর একাত্তরের চেতনায় আছি মাখা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল ।।
এলোমেলো করে দিতে চায় যদি আশুভ কালো হাত ।।
বায়ান্ন আর একাত্তরের চেতনায় আছি মাখা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল ।।
হাতে হাত ধরে একসাথে লড়ে রুখবোই সন্ত্রাস
এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস ।।
এ শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল ।।
এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস ।।
এ শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল ।।
উৎপেতে থাকা শেয়াল শকুন
উৎপেতে থাকা হায়না
ধবংসের খেলা খেলে চলে যায় যারা
মানুষের ভালো চায়না
তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল ।।
উৎপেতে থাকা হায়না
ধবংসের খেলা খেলে চলে যায় যারা
মানুষের ভালো চায়না
তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা
স্বাধীন দেশেই উড়বে যেনো স্বাধীন পতাকা ।।
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল ।।
- শিল্পীঃ আসিফ আকবর ও সহ শিল্পী বৃন্দ
- অ্যালবামঃ লাল সবুজ
- সুরকারঃ মিল্টন খন্দকার
3 comments
Click here for commentsঅনেক ধন্যবাদ
ReplyThank you so much🥰
ReplyVery good. So sweet. 😍😍😍
ReplyConversionConversion EmoticonEmoticon