খাঁচার ভিতর অচিন পাখি







খাঁচার ভিতর অচিন পাখি

কেমনে আসে যায়

তারে ধরতে পারলে মন বেড়ি

দিতাম পাখির পায়ে।


আট কুঠুরী নয়

দরজা আটা মধ্যে মধ্যে

ঝরকা কাঁটা

তার উপরে সদর কোঠা

আয়না মহল তায়ে।


কপালের ফের নইলে কি আর

পাখিটির এমন ব্যবহার

খাঁচা ভেঙ্গে পাখিয়ামার কোন খানে পালায়।


মন তুই রইলি খাঁচার আসে

খাঁচা যে তোর কাঁচা বাঁশের

কোন দিন খাঁচা পড়বে খসে

ফকির লালন কেঁদে কয়।




পরবর্তী পোষ্ট
« Prev Post
পূর্ববর্তী পোষ্ট
Next Post »

1 comments:

Click here for comments
নামহীন
admin
৫ জুলাই, ২০২২ এ ৮:৩২ PM ×

খাঁচার ভিতর অচিন পাখি

Congrats bro নামহীন you got PERTAMAX...! hehehehe...
Reply
avatar